নিজস্ব প্রতিবেদক ॥
ঘাটাইল উপজেলার পাহাড়িয়া অঞ্চলে প্রতিরাতে গরু চুরির ঘটনা ঘটছে। প্রতিরাতে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চোর ঠেকাতে কৃষকরা গোয়াল ঘরে রাত জেগে পাহাড়া দিচ্ছেন। উপজেলার কালিকাপুর গ্রামের মধ্যপাড়ায় ১১ জন কৃষকের ২৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, সম্প্রতি কালিকাপুর গ্রামের মোঃ আঃ মজিদ মিয়ার গাভি ও বাছুর,শাহাদৎ হোসেনের ৫টি, রায়েজ উদ্দিনের ৮টি, মোঃ সুমন মিয়ার ১টি, শামছুল হকের ৪টি, মোঃ রাসেল মিয়ার ১টি, মোঃ শাহজাহান মিয়ার ১টি, নান্টু মিয়ার ১টি, মোঃ জালাল উদ্দিনের ১টি, মোঃ নিজাম উদ্দিনের ১টি ও মোঃ আব্দুস ছালামের ২টি গরু চুরি হয়েছে। গরু চুরিতে কৃষকের গোয়াল শূন্য হওয়ায় হতাশায় ভোগছেন তারা। এ দিকে গরু চুরির ঘটনায় কালিকাপুর গ্রামের মোঃ আঃ মজিদ মিয়া বাদী হয়ে একই গ্রামের (১) মোঃ দুলাল মিয়া ও (২) আলহাজ মিয়াসহ আরও অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে এবং শাহাদৎ হোসেনও পৃথক পৃথক ভাবে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।