ঘাটাইলে গাঁজাসহ এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে গাঁজাসহ এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব-১২। বুধবার সন্ধ্যায় উপজেলার গারোবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক কামরুল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। এ সময় তার থেকে মিনি ট্রাকসহ ৮৪ কেজি গাঁজা, এক হাজার ৩৬৫ টাকা, একটি মোবাইল এবং আটটি ড্রাম উদ্ধার করা হয়।  

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ ট্রাকচালককে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.