আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে গিফট ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার অফিস প্রাঙ্গণে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,গুডনেইবারস স্কুলের একাডেমীক কাউন্সিলের সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ১৬৮ জন শিশুর মাঝে ১টি করে স্কুল ব্যাগ, ২টি করে খাতা,৩টি করে কলম ও ১ প্যাকেট করে এনার্জি বিস্কুট বিতরণ করা হয় ।অনুষ্ঠান পরিচালনা করেন আইজি অফিসার সুবল নকরেক ।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত
আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির …