নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে জমকালো আয়োজনে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । শিক্ষা,শান্তি,প্রগতী ছাত্রলীগের মুলনীতি এ শ্লোগানে মুখরিত হয়ে বুধবার ( ৮ জানুয়ারি ) দুপুরে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেক কাটার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

ঘাটাইল উপজেলা ছাত্রলীগ আয়োজিত কলেজ মোড় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সাংসদ আতাউর রহমান খান,সম্মানীত অতিথি সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা,উদ্বোধনী বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ সরকার,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সুমন খান বাবু,উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব,জিবিজি কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু,উপজেলা তাতীলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান,উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, এস আনিসুর রহমান তুহিন।এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী অনুষ্ঠানে স্বতফুর্তভাবে অংশগ্রহন করেন।শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্তি হয় ।