লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী পালন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় উত্তর ঘাটাইলে মাইনুল ইসলামের বাসায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খান মোহন। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধক্ষ ও আমান বিলডার্সের প্রতিষ্ঠাতা মোঃ মঈনুল ইসলাম। ঘাটাইল থানা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির বিশেষ সম্পাদক মোঃ মামুন সিদ্দিকী, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান মিয়া, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী তালুকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা সেচ্ছাসেবক দলের সভাপতি লোটন খন্দকার, সাধারণ সম্পাদক এখতিয়ার মাহমুদ রুবেজ, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইব্রাহীম ভূইয়া, বিএনপি নেতা মিলন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আইন বিষায়ক সম্পাদক সাদিক মাহমুদ টিটু, ছাত্রদল নেতা পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘাটাইল বিএনপিতে কোন বিভক্তি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশমাতা বেগম খালেদা জিয়া কে কারা মুক্তি করেই নির্র্বাচন হবে। সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে ঘাটাইলে ধানের শীর্ষে জয় নিশ্চিত করবো। তিনি নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে দলের জন্য কাজ করার অনুরোধ জানান।