লোকাল নিউজ ডেস্ক:
টাঙ্গাইলে ঘাটাইলে শেখ শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক মন্ডলী ও এস.এম.সি, শেখ শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শেখ শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোহরাব হোসেন,সাবেক সভাপতি কেবিএম মহিউদ্দিন আলমগীর,সহকারী শিক্ষক আবুবকর সিদ্দিকী প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা খন্দকার।