ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে ৯২জন ছাত্রীদের মাঝে বাইসাকেল ও ১০ জন বিশেষ চাহিদা সর্ম্পণ শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক মো.আতাউর গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ার্যামন মো.শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, সহকারী কমিশনার ভুমি মোসা.ফারজানা ইয়াসমিন, মহিলা ভাইসচেয়ারম্যান শাহীনা সুলতানা, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজহারুল ইসলামসহ এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।