আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধিঃ
ঘাটাইলে নানা আয়োজনে অনাড়ম্বরভাবে সত্যের সন্ধানে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পন অনুষ্ঠান পালন হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে ঘাটাইল প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু, জিবিজি সরকারি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক ।
পরে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান আলী সরকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সহ সভাপতি খান ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি আব্দুর লতিফ, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, আতিকুর রহমান, মোঃ মাসুম মিয়া, এবিএম আতিকুর রহমান, রেজাউল করিম খান রাজু ,ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন খান, সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক এসএম শোয়েব রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাুন, সিনিয়র সহ সভাপতি মোঃ আবু হানিফ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ।