ঘাটাইলে নাসিরের নেতৃত্বে এগিয়ে চলছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে এ্যাডভোকেট এস এম ওবাইদুল হক নাসিরের নেতৃত্বে এগিয়ে চলছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। নানা প্রতিকুলতার মধ্য দিয়ে গত(১২ জুলাই) উপজেলার ১৪টি ইউনিয়নের সব কয়টি কমিটি সম্পন্ন হলো।

এতে করে উপজেলা বিএনপির আহবায়ক,মো: সিরাজুল হক সানা এবং সদস্য সচিব মোঃ অালহাজ্ব বেল্লাল হোসেন সহ সর্বোপরি ঘাটাইল বিএনপির অকুতোভয় নেতাকর্মী সমর্থকগণ এক অনন্য ভালোবাসার ঋণে বাঁধিত করলেন ঘাটাইল বিএনপির নব জাগরণে নেতৃত্বদানকারী জাতীয় নির্বাহী কমিটি সদস্য এ্যাডভোকেট এস এম ওবাইদুল হক নাসিরকে।

ঘাটাইল বিএনপির নেতারা সঙ্গবদ্ধভাবে কাজ করে স্বল্প সময়ে সঠিক সমন্বয়ের মাধ্যমে যে সফল জাদুকরী কার্যক্রম চালিয়েছেন তাতে সকলে একমত যে আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘাটাইল বিষয়ে সঠিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছেন।এমনটাই ধারনা করছেন বিএনপির নেতৃবৃন্দ।

সাংগঠনিক বিষয়ে ওবাইদুল হক নাসির বলেন, কমিটি ৫১ সদস্যর ১৪টি ইউনিয়ন কমিটির এই ৭১৪ নেতা আমাদের গর্ব ও শক্তির শেকড়। আপনারা আমাদের মাথার মুকুট ও খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থার ফসল।

এই বিএনপি ঐক্যবদ্ধভাবে আগামীতে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুকরণীয় ভূমিকা রাখবে বলে সকলের বিশ্বাস এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে তারা সকল ষড়যন্ত্র উচ্ছেদ করে বলিষ্ঠ ভুমিকায় অবতীর্ণ হবেন বলে জানান এই তরুন নেতা এস এম ওবাইদুল হক নাসির। ঈদুল অাযহার ঈদ শেষে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরদের সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রয়াত নেতাদেন কবরের পাশে দাঁড়িয়ে রূহের মাগফেরাত কামনা করেন। এ সময তিনি বিএনপির সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য দীর্যায়ু কামনা করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের দ্রƒত সময়ের মধ্যে গ্রেপ্তারের পর আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published.