ঘাটাইলে নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ ‘মা-বোনদের নিরাপত্তা চাই ,ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই’- এ শ্লোগানে ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি ও মনিকা সহ বিভিন্ন সহিংসাতার প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় ঘাটাইল শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে (উপজেলা পরিষদের সামনে) অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত, ঘাটাইল উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অমূল্য আর্য্য, পৌর শাখার সভাপতি মুকুল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক যিতেন্দ্র আর্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লোকেরপাড়া …

Leave a Reply

Your email address will not be published.