ঘাটাইলে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২ আহত ১৯ জন

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুঘর্টনায় ২ জন নিহত হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।মঙ্গলবার দুপুরে দিকে একটি যাত্রীবাহী বাস সড়কের মধ্যে উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছে আহত হয়েছে ১৭ জন। টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। অপরদিকে দুপুরে উপজেলার ছামানের বাজার নামক স্থানে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাওয়ার পথে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌছলে সড়কের সংস্কার কাজ চলার ফলে সৃষ্ট খানা খন্দে পড়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক মারা যায় । আহত হয় কমপক্ষে ১৭ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় ঘাটাইল থানার পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে দুঘর্টনায় কবলিত বাস থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। লাশটি ঘাটাইল থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

এদিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ঘাটাইল-ছনখোলা সড়কের ছামনের বাজার নামক স্থানে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেলে তিন মোটরসাইকেল আরোহী আহত হয় । আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপজেলার দিয়াবাড়ি গ্রামের নান্নু মিয়ার ছেলে আশরাফ আলী (১৮) কে মৃত ঘোষনা করে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের মনোহরা বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের মনোহড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব …

Leave a Reply

Your email address will not be published.