ঘাটাইল প্রতিনিধি:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে ঘাটাইলের সদর ইউনিয়নের দড়ি চৈথট্ট আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু,মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী,সাবেক ভাইস চেয়ারম্যান মো.আরিফ হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম,বিআরডি চেয়াম্যান মো.রুহুল আমীন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরকার,ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো.আব্দুল বাছেদ,সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, অভিভাবক ছাত্রছাত্রী ও রাজনেতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মো. মেহদী হাসান রাজু ।