ঘাটাইলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন হারুনুর রশীদ খান

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া রান ডেভেলভমেন্ট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০০ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ঈদ উপহার হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাউল,আটা,বিস্কুট,জুস, সেমাই,লবণ, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে ।

রবিবার (২৪ শে মে) বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গনে পাকুটিয়া গ্রামের কৃতি সন্তান মো.হারুনুর রশীদ খানের ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমা পারভী,প্রধান শিক্ষক মো.পাপন খান,সহকারী শিক্ষক মাসুদুর রহমান,রতœা বেগম,খাদিজা আক্তার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় হারুনুর রশীদ খান বলেন,বিগত ২০১২ সাল থেকে বিদ্যালয়টি গণমানুষের সহযোগীতায় পরিচালনা করে আসছে,সহযোগী হিসাবে শিক্ষকরাও বিনা পারিশ্রমিকে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দিয়ে আসছেন। স্কুলটি সরকারীকরনের জন্য যাবতীয় কাজ করে যাচ্ছে । আমি ব্যক্তিগত অর্থ দিয়ে আজ অসহায়, দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাড়িয়েছি। আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুর ঘটনা …

Leave a Reply

Your email address will not be published.