ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই তিন বন্ধু মোটরসাইকেলে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে যুুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলর ঘাটাইলের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ নামের ৭ ম শ্রেণির এক স্কুল ছাত্রের …

Leave a Reply

Your email address will not be published.