নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রাথমিক বৃত্তিতে ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি সেরা সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ২০১৯ সালের প্রাথমিক বৃত্তি ফলাফলে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এদের মধ্যে ২১জন ট্যালেন্টপুলে এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।এ বছর ১০৭ জন শিক্ষাথী সমাপনী পরীক্ষায় অংশ নেয় যাদের মধ্যে ৯৮জন জিপিএ-৫ পেয়েছে।প্রতিষ্ঠানটি বৃত্তিতে ঘাটাইল উপজেলায় বরাবরের মতো তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
ফলাফল সম্পর্কে জানতে চাইলে উইজডম ভ্যালির প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের নিবির পরিচর্যার কারণে এই অসাধারণ ফলাফল অর্জিত হয়েছে।