নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ঘাটাইলে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।ঘাটাইল উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদের আয়োজনে শুক্রবার (১৮ অক্টোবর ) সকাল ১১টায় ঘাটাইল বাসস্টেন্ড চত্বরের সরকারী জিবিজি কলেজের সাবেক ভিপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক মো. আবু সাইদ রুবেলের সভাপতিত্বে এক আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো.আ. রহিম মিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সরোয়ার আলম রুবেল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র এসএম লিটন সরকার,যুগ্ম আহবায়ক আ.জলিল সুজন । এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারী জিবিজি কলেজের সাবেক ভিপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন,মো.আসাদুজ্জামান,গনি মিয়া,মো.রুবেল হোসেন,আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ যুবলীগের অন্যান্য নেত্রীবৃন্দরা। আলোচনা সভা শেষ করে ঘাটাইল পৌর ভবনে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
১৯৬৪ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ’ঘৃণ্য’ ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর অতি আদরের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিচাশরা নিষ্ঠুরভাবে রাসেলকে ও হত্যা করে।