ঘাটাইল প্রতিনিধি . টাঙ্গাইলের ঘাটাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জের সাবেক বটতলি বিট কর্মকর্তা মো. সোলায়মন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নীরিহ ব্যাক্তিদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৫টায় সন্ধানপুর ইউনিয়নের ঘাটাইল সাগরদিঘি সড়কের কুশারিয়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীসহ ভুক্তভোগী কুশারিয়া গ্রামের মো.নুরুল ইসলাম,গুইয়া গম্বীর গ্রামের আব্দুল গনি,কুশারিয়া পুর্বপাড়া গ্রামের মো.মানিক উপস্থিত ছিলেন।
উল্লেখ যে,এর আগে মিথ্যা মামলা দায়ের করার পেক্ষিতে সুবিচার পাওয়ার জন্য বিভাগীয় বনকর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা ।