নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়। সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দৈনিক দিনকাল) আহবায়ক,আব্দুল লতিফকে (দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভি) সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যসদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক),রেজাউল করিম খান রাজু (দৈনিক মজলুমের কণ্ঠ) , ড.আব্দুল্লাহ আল মাসুদ (দৈনিক নয়াদিগন্ত), খাদেমুল ইসলাম (দৈনিক আলোকিত বাংলাদেশ), মোঃ মাসুম মিয়া, (দৈনিক মানব জমিন),মনোয়ার হোসেন সোহেল দৈনিক জনতা),শফিকুল ইসলাম(আজকালের খবর),বিষ্ণু প্রিয় দীপ (দৈনিক ভোরের পাতা),রেজাউল করিম লিটন (সাপ্তাহিক যুগধারা),মোঃ শহিদুল ইসলাম (দৈনিক সোনালী বার্তা)।