ঘাটাইলে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে প্রধানমন্ত্রী রূপে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধার পর ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির আহব্বায়ক সিরাজুল হক ছানা, যুগ্ন আহব্বায়ক শাহিনুর রহমান, পৌর বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সদস্য সচিব আনোয়ার হোসেন হেলাল, যুগ্ন আহব্বায়ক কাজি আনয়ারুল আজীম রানা, সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক সারোয়ার জাহান, সদস্য সচিব শাহিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাসির উদ্দিন রনি, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের আহব্বায়ক বিজয় হাসান, শ্রমিক দলের আহব্বায়ক সুফি সিদ্দিকী, সদস্য সচিব খায়রুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শ্রমিক দলের আহব্বায়ক সুফি সিদ্দিকী। সোমবার ১৫ই আগস্ট ছিল বেগম জিয়ার ৭৮তম জন্মদিন। পরিবারের সদস্যরা জন্মদিনের প্রথম প্রহরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। এছাড়াও ঘাটাইলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা কেক কেটে তার জন্মদিন পালন করে তাকে শুভেচ্ছা জানান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় ২ বছর কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাস পরিস্থিতিতে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বর্তমানে তিনি ঢাকা গুলশানের ফিরোজা বাসভবনে আছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ।এ সময় নেতাকর্মীরা সুস্থতা কামনা করে দোয়া করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে যুুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলর ঘাটাইলের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ নামের ৭ ম শ্রেণির এক স্কুল ছাত্রের …

Leave a Reply

Your email address will not be published.