ঘাটাইল প্রতিনিধিঃ-বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন,লক্ষিন্দর ইউনিয়ন,সংগ্রামপুর ইউনিয়নে বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ৬১০জন ক্ষুদ্র নৃতাত্তিক গোষ্ঠিকে কে জি আর প্রকল্প থেকে ত্রান সহায়তা প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী কল্যান ট্রাষ্টের সভাপতি অনিল চন্দ্র বর্মণ,ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভ’ইয়া,লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান,একাব্বর আলী,সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এনামুল হক প্রমুখ।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানায় আমরা পর্যায়ক্রমে১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বসবাসকারী ১২৮৭জন আদিবাসীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রান সহায়তা দেবো ।