ঘাটাইলে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ!

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন জানান, রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থবছরে বিল নার্সারী স্থাপন কার্যক্রমের আওতায় ঘাটাইল উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি বিল নার্সারীতে রুই জাতীয় মাছের রেণু,সাইনবোর্ড চুন,খৈল,নার্সারী ফিড সুফলভোগী দলনেতার কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: আব্দুর রাশেদ। ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন,সহকারী মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান,ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস.কে শিহাব প্রমুখ।সুবিধা ভোগীদের মধ্যে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী গ্রহনকারী দলনেতারা হলেন, আনেহলা ইউনিয়নের মলাদহ বিলের সুফল ভোগী দলনেতা শ্রী চেতন চন্দ্র দাস, দিগলকান্দি ইউনিয়নের দেউলা বিলের দলনেতা মো:শুকুর, দিগড় ইউনিয়নের মাগুন্দা বিলের দলনেতা মো: জামাল হোসেন এবং দেউলাবাড়ী ইউনিয়নের পানজানা বিলের দলনেতা মো: কাশেম ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.