ঘাটাইলে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত


আঃ রশিদ তালুকদার, :
“প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য” – এই প্রতিপাদ্যে নানা কর্মসুচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । ১২জুন বুধবার বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন,দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রগ্রাম অফিসার বিপ্লব কৃমার,শিশু পরিষদের সভাপতি মো.সাগর আহম্মেদসহ বিদ্যালয়ের প্রায় দুইশত ছাত্রছাত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু পরিষদের সাধারণ সম্পাদক আফসানা মিমি ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.