ঘাটাইলে বেড়েই চলেছে সর্দি জ্বর,কাশি, ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত এক সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

স্থানীয়ভাবে চিকিৎসকদের চেম্বারে ও ক্রিনিক গুলোতে গিয়ে চিকিৎসাসেবা নিলেও আক্রান্ত রোগীদের মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিতে আগ্রহ কম।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানাযায়, অধিকাংশ বাড়িঘরেই সর্দি-কাশি, জ্বর ও মাথাব্যথার রোগী রয়েছেন। বাড়িঘরের একজন এসব রোগে আক্রান্ত হলে পর্যায়ক্রমে পুরো বাড়ির মানুষজন আক্রান্ত হচ্ছেন।ছনখোলা আমুয়াবাইদ মো. সেলিম মিয়া জানান, এলাকার বেশির ভাগ মানুষ সর্দি, কাশি আর জ্বরে আক্রান্ত হচ্ছে। উপজেলার গারোবাজার এলাকার স্কুল শিক্ষক সাজ্জাদুর রহমান বলেন, সম্প্রতি আমিসহ আমার স্ত্রী, বড় মেয়ে, ছোট ছেলে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে ছিলাম। সাগরদিঘী পপুলার ক্লিনিকের চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম বলেন, এখন আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষজন। সব বয়সীরাই এ রোগে আক্রান্ত হচ্ছেন। এগুলোতে আবার করোনার নমুনার শঙ্কা থেকে যায়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিলে ভালো। তবে আগত রোগীদের করোনার নমুনা পরীক্ষা করতে আগ্রহ কম।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইল বিএনপি‘র আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি‘র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি …

Leave a Reply

Your email address will not be published.