ঘাটাইলে মাদক ব্যবসায়ী ২২ পিস ইয়াবাসহ আটক

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম সীমান্তবর্তী এলাকা সামাজিক সংগঠন লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সদস্যরা মাদক সম্রাট মিনহাজ তালুকদারের অন্যতম সহযোগী একই উপজেলার দশানী বকশিয়া গ্রামের মুজাফফর তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী ও সেবনকারী বেলায়েত হোসেন তালুকদার বেলায়েত চোরা (৫৫) কে ২২ পিস ইয়াবাসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে। মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আ: রশিদ তালুকদার জানান গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় লোকেরপাড়া মাদক প্রতিরোধ অফিসের পার্শ্ববর্তী স্থান থেকে মাদক বহনকালে বেলায়েত হোসেনকে ২২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। পরে ঘাটাইল থানার অফিসার ইনচার্জকে এ বিষয়ে অবগত করাইলে তিনি তাৎখনিক এসআই মো: আলী হোসেনসহ পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী বেলায়েত কে পুলিশ হেফাজতে নিয়ে যায়।এসআই মো: আলী হোসেন জানান বেলায়েতের বিরুদ্ধে পূর্বেও মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে এবং বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘাটাইল থানায় মামলা রুজ করে আসামীকে আদালাতে সোর্পদ করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.