ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে মানবাধিকার কমিশনের উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান রুহুল আমীন, কাউন্সিলর রাশেদা বেগম, পৌর শাখার সভাপতি শামছুল হুদা চৌধুরী, সহ-সভাপতি রোস্তম আলী, উপজেলার শাখার যুগ্ম-সম্পাদক উত্তম কুমার আর্য্য, যুগ্ম-অর্থ সম্পাদক এসএম বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া, বিপ্লব সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আলম বাদল, আইনবিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, শামীম আল মামুন প্রমুখ।