আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:ঘাটাইলে মহান মে দিবস ও আর্šÍজাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ঘাটাইল উপজেলা শাখা কলেজ মোড় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন। মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালী কলেজ মোড় চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবার কলেজ মোড়ে ঘিরে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু। শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,সাবেক মেয়র মো. হাসান আলী মিয়া, শ্রমিক নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম.রেজাউল করিম,সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল হালিম রনি প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন,শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো.নয়ন উদ্দিন নয়ন।র্যালী ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লোকেরপাড়া …