ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার বার্ষিক ওয়াজ মাহফিল

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান খান মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসা মাঠে মাহফিলের আয়োজন করা হয়। লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো,বখতিয়ার খানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মাসুদুর রহমান।প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মাওলানা আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা শায়েখ আবদুর রাকিব মাদানির পরিচালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বক্তৃতা করেন ঢাকা যাত্রাবাড়ি এস ওম মাদরাসা আরাবিয়ার মুদাররিস অাআব্দুল মু’মিন বিন আব্দুল খালেক।দিত্বীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিসের বয়ান পেশ করেন মাওলানা আমির বিন আবদুস সামাদ ও লোকেরপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহিদ বিন হেদায়েতল্লাহ। এবার মাদরাসার ৬ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। মাহফিলে এলাকার ও দুরদুরান্তর থেকে অসংখ্য ধর্মপ্রান মানুষ ইসলামি জলসায় ওয়াজ নসিহত শুনতে আসেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুর ঘটনা …

Leave a Reply

Your email address will not be published.