লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন হাফিজিয়া,নুরানিয়া ও মহিলা মক্তবের বার্ষিক তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বাদ আসর হইতে মাদরাসা সংলঘœ মাঠে মাদরাসার উন্নয়নকল্পে এ মাহফিলের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এস ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বখতিয়ার খান।প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন,সৌদি আরব লিসান্স ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী,দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন রাজশাহী নামপাড়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট শাইখ মাওলানা মো. আবুবকর সিদ্দিক,আরো ওয়াজ করেন লোকেরপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব শাইখ হাফেজ মাওলানা তাওহিদ বিন হেদায়েতুল্লাহ,লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হারুন অর রশিদ,মধ্য লোকেরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা খাইরুল ইসলাম,মাহফিল সঞ্চালনা করেন ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম তালুকদার। তাফসিরুল কোরআন মাহফিলে অসংখ্য ধর্ম প্রাণ মুসলিম অংশ গ্রহন করেন।