আঃ রশিদ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও.এস. ফাযিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক মানুষ গড়ার কারিগর মোঃ আঃ হামিদ খান বাচ্চু মাষ্টার হ্নদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা জেনারেল হাসপাতালে গত ২৫ জানুয়ারী সন্ধা ৭ টায় মৃত্যুবরণ করেছেন ।

“ইন্না …… রাজিউন”। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে ঘাটাইলের পশ্চিম অঞ্চলে পড়েছে শোকের ছায়া। মরহুমের প্রথম জানাজা নামাজ তার নিজ গ্রামে লোকেরপাড়া ও.এস. ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন লোকেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদার, বি.এন.পির নেতা মোঃ রকিবুল ইসলাম ভূইয়া, লোকেরপাড়া ও.এস. ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ বখতিয়ার হোসেন খান, মৃত্যুবরণকারীর ছোট ভাই লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন খান, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।
মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম দক্ষিণ লোকেরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। দুটি জানাজা নামাজে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার, মাকসুদুর রহমান তালুকদার মুক্তা, সাংবাদিক ইব্রাহীম ভূইয়াসহ অসংখ্য ধর্ম প্রাণ মানুষ অংশ গ্রহণ করেন। তার জানাজা শেষে দক্ষিণ লোকেরপাড়া কেন্দ্রীয় কবস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অনেক আপন জন রেখে গেছেন। মোঃ আঃ হামিদ খান বাচ্চু মাষ্টারের মৃত্যুতে তার ছেলে হাফেজ হাসান খান রুহের মাগফেরাত কামনা করছেন।