ঘাটাইলে শাড়ীর আঁচল গলায় পেছিয়ে আত্মহত্যা


মো: নাসির উদ্দিন : টাঙ্গাইলের ঘাটাইলে শাড়ী কাপড়ের আঁচল গলায় পেছিয়ে সালেহা বেগম (৫৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার উত্তরখিলঘাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামের মো. হাসমত আলীর স্ত্রী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মাকসুদুল আলম এ আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছে।
এ ঘটনায় ঘাটাইল থানার  এসআই মুনজিয়া বেগম জানান, সালেহা বেগম দীর্ঘদিন যাবৎ মানুষিক রোগী ছিলেন। তার এ মানষিক ভারসাহীনতা রক্ষা করতে না পেরে সকালে নিজ কাপড়ের আঁচল গলায় পেচিয়ে তার ঘরেই আত্মহত্যা করেন। পরে থানীরা  খবর দিলে ঘটনাথলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশটি ময়না তদন্দ করার জন্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.