মো: নাসির উদ্দিন : টাঙ্গাইলের ঘাটাইলে শাড়ী কাপড়ের আঁচল গলায় পেছিয়ে সালেহা বেগম (৫৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার উত্তরখিলঘাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামের মো. হাসমত আলীর স্ত্রী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মাকসুদুল আলম এ আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছে।
এ ঘটনায় ঘাটাইল থানার এসআই মুনজিয়া বেগম জানান, সালেহা বেগম দীর্ঘদিন যাবৎ মানুষিক রোগী ছিলেন। তার এ মানষিক ভারসাহীনতা রক্ষা করতে না পেরে সকালে নিজ কাপড়ের আঁচল গলায় পেচিয়ে তার ঘরেই আত্মহত্যা করেন। পরে থানীরা খবর দিলে ঘটনাথলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশটি ময়না তদন্দ করার জন্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসা শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসার নাজরানা …