ঘাটাইলে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

 


আব্দুল লতিফ,ঘাটাইল  প্রতিনিধি:

‘মাদক মুক্ত দেশ গড়ি, খেলাধুলায় মনোনিবেশ করি’, এই শ্রোগানকে সামনে রেখে ঘাটাইলে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আমুয়াবাইদ, ছনখোলা,কামারচালা একাবাসী ও ছনখোলা বাজার যমুনা শোরুম,একতা ইলেকট্রনিকস এর সৌজন্যে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে সংগ্রামপুর ফুটবল একাদশ বনাম বগা ফুটবল একাদশ। খেলায় সংগ্রামপুর ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বগা একাদশকে পরাজিত করে।

সেমিফাইনালে খেলা পরিচালনা কমিটির সভাপতি আজিজ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ১০ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার মির্জা, খেলা পরিচালনা কমিটির উপদেষ্ঠা আ: মালেক, আ: মান্নান খান, হাসেন আকন্দ, দুলাল হোসেন খান মিলিটারি ও আনোয়ার খান।

অন্যান্য অতিথীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (ফজলু) সহ, সহ-সভাপতি আফিজুর রহমান, আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক সজিব আহম্মেদ সোহেল,প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান,পারভেজ ইসলাম, রহিজ উদ্দীন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন খেলা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাফিজুর রহমান। টূর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন সংগ্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা আনোয়ার হোসেন।

খেলায় সংগ্রাপুর ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বগা একাদশকে পরাজিত করে। সংগ্রামপুরের পক্ষে জয় সূচক একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়ার শাকিরি।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসেন এবং তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল ইসলাম ও জামাল ফকির। খেলাটিতে ধারাভাষ্য প্রদান করেন মাহমুদ হাফিজুর রহমান।

খেলাটি উপভোগ করতে হাজার হাজার ফুটবলপ্রেমীর সমাগম ঘটে।

খেলার দ্বিতীয় সেমিফাইনাল আগামী শুক্রবার বিকাল ৩ টায় সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

কতবার সংস্কার করার পর হস্তান্তর হবে ভূঞাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ?

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনের আগেই একবার সংস্কার করা হয়েছে।স্টেয়ামটি পুনোরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *