ঘাটাইলে সিডিপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলের আর্ন্তজাতিক সাহায্যকরী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক অসহায় দরিদ্র মানুষকে চিকিসা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনু্িষ্ঠত হয়। এ সময় ডাক্তার হিসেবে উপস্থিত থেকে চিকি সা সেবা প্রদান করেন,বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজের নাক ,কান ও গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা.মো. লুৎফর রহমান । এসময় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস,মেডিক্যাল অফিসার শুভ বসাক,হেলথ অফিসার মো.জাহাঙ্গীর হোসেন,এডমিন অফিসার শান্ত চিরান,আইজি অফিসার একে এম আরিফ ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.