ঘাটাইলে সিডিপির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। ইউনেসকো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ইয়াং টিচার্স: ফিউচার অফ প্রফেশনস’। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৬ অক্টেবর) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীল আলমের সভাপতিত্বে গুডনেইবারস সিডিপি প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,গুড নেইবারস একাডেমী স্কুলের কাউন্সিলের সভাপতি মো.নজরুল ইসলাম,প্রধান শিক্ষিকা মোসা.হোসনে আরা পারভীন সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এর আগে গুডনেইবারস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শালিয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.