ঘাটাইলে হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ,সহকারী কমিশনার ভুমি মোসা.নুর নাহার বেগম.ঘাটাইল সরকারী জি.বি.জি.কলেজের ভারপপ্রাপ্ত অধ্যক্ষ মো.মতিয়ুর রহমান মিঞা,অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ছাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. শামসুল হক প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সমাজসেবা অফিসার মো.আসাদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ১০টি হুইল চেয়ার, ২টি বাই সাইকেল, প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী ১৭২জন শিক্ষাথী ও মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়নে আশ্রায়ন প্রকল্প ৪০জন পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.