ঘাটাইল অবৈধ উচ্ছেদ অভিযানে স্বস্থি

নিজস্ব প্রতিবেদকঃ ঘাটাইলে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম এ অভিযান পরিচলনা করেন। এতে পথচারিদের মাঝে স্বস্থি বিরাজ করছে।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড় চত্বর থেকে শুরু করে মেইন রোড, স’মিল রোড ও কলেজ রোডে অবৈধ চা স্টলসহ বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল দখলদাররা। এ কারণে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা সদরে সব সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট দুর করতেই উচ্ছেদ অভিযান চালান স্থানীয় প্রশাসন। এ সময় প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুর ঘটনা …

Leave a Reply

Your email address will not be published.