ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে দোকান পাট বন্ধ,রাস্তাঘাট ফাকা,হাতে নেই কাজ,টাকা পয়সাওনেই এতে বিপাকে সাধারণ খেটে খাওয়া মানুষ ।

এমন অসহায় কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিগড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আবুল কালাম আজাদ মামুন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দিগড় ইউনিয়ন অসহায় দুস্থদের মাঝে চাউল, ডাউল, আলু, বিতরণ করেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান বলেন, সবাই আমার জন্য দুয়া করবেন। আমি যেন সবসময় গরীব, মেহনতি ও অসহায় মানুষের পাশে সব সময় থাকতে পারি। মানুষের সেবা করতে পারি। আমার সামর্থ অনুযায়ী চেষ্টা করি অসহায়দের পাশে থাকার জন্য। অসহায়দের মাঝে একটু হাসি ফোটানুর জন্য। আমি আশা করব সমাজের সকল ধনী প্রতাপশালি সকলে এই সময় সবাই খেটে খাওয়া মানুষদের পাশে এগিয়ে আসবেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের দিকে নজড় রাখতে। কারন এই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা না পারে হাত পাততে আর না পারে ক্ষুধার জ্বালা সহ্য করতে।