নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপি বিএনপি’র উদ্যোগে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল হক ছানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা বিএনপির নেতা হাসানুজ্জামান শাহিন,এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ঘাটাইল উপজেলা বিএনপির সদস্য সচিব বেল্লাল হোসেন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চাললনা করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু বকর সিদ্দিক। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।