ঘাটাইল প্রতিনিধি:
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান।

সোমবার ( ২৭ জানুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাজাহান আলীর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রারাম্ভে প্রধান অতিথি বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ৩৮০ জন বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।