ঘাটাইল এস.ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:ছাত্র অবস্থায় নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ঘাটাইল এস.ই.পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করা হয় । উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ মতিয়ুর রহমান খানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোসা.নুর নাহার বেগম,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক,এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মো.দেলোয়ার হোসেন প্রমুখ।সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহবান করেন বক্তারা।আলোচনা সভা শেষে অতিথীরা ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের মনোহরা বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের মনোহড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব …

Leave a Reply

Your email address will not be published.