ঘাটাইল প্রতিনিধি::স্বল্প উন্নয়ন দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ আনন্দ উৎসব পালন করেছে।

রোববার বিকেল সাড়ে ৩ টায় থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনায় বক্তব্য রাখেন. স্থানীয় এমপি আতাউর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ইউএনও অঞ্জন কুমার সরকারে,পৌর মেয়র শহিদুজ্জামান খান, ইন্সপেক্টর তদন্ত ছাইফুল আলম প্রমুখ।ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, বাংলাদেশ স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আমরা ঘাটাইল থানা পুলিশ গর্বিত ও আনন্দিত। ফলে বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের নেতৃত্বে আমরা আনন্দ উদযাপন করছি।