ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইল দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল পৌর মেয়র ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শহীদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু । বিশেষ অতিথি ছিলেন,সাবেক সুপার মাওলানা মো.লিয়াকত আলী তালুকদার,ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলহাজ্ব অধ্যাপক মুহাঃ মতিয়ুর রহমান খান,আব্দুস ছালাম,ঘাটাইল পৌরসভার মহিলা প্যানেল মেয়র মোছা.রুবি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.আতিকুর রহমান । বিদায়ী ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওলানা রুহুল আমীন।