ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন সাবেক তিন মেয়র

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন সাবেক তিন মেয়র। মঙ্গলবার (২ নভেম্বর) দাখিলের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শহিদুজ্জামান খান শহীদ সোমবার(১নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন।উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে তিন মেয়র প্রার্থী বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে বর্ণাঢ্য মিছিল সহকারে ঘাটাইল উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জানা যায়, বর্তমান মেয়র শহিদুজ্জামান খান শহীদের প্রতি দ্বিতীয়বারের মতো আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার করার জন্য তাকেই বেঁছে নেয় ক্ষমতাসীন দলটি। এতে করে দলীয় নেতাকর্মীদের মধ্যে একধরনের স্বস্তি এসেছে বলে তারা দাবী করেছেন। বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে তাদের অনেকে জানিয়েছেন।মেয়র পদে নৌকার মনোনয়ন পেতে যারা চেষ্টা তদবির চালিয়েছেন তারা কেউ বিদ্রোহী প্রার্থী না হওয়ায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ন আহ্বায়ক শহিদুজ্জামান খান শহীদ। তিনি সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে ময়দানে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও তার মেয়াদকালে যেসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে সেগুলো তুলে ধরছেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি।এদিকে সাবেক দুই মেয়র আব্দুর রশিদ মিয়া এবং মঞ্জুরুল হক মঞ্জু প্রার্থিতা ঘোষণা করায় ভোটারদের মধ্যে এক ধরণের উৎসবভাব বিরাজ করছে বলে সরেজমিনে দেখা যায়। তারা দুজনেই জনগণের নিকট তাদের মেয়র হিসেবে দায়িত্বপালনকালের অতীত সফল কর্মকাণ্ড তুলে ধরে ভোট প্রার্থনা করছেন।মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ঘাটাইল পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মন্জু। পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ধানেরশীষ প্রতীকে মেয়র পদে অংশগ্রহন করার সুযোগ না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। মঙ্গলবার (২ নভেম্বর) বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে  মনোনয়নপত্র জমা দেন তিনি।মঞ্জুরুল হক মন্জু ঘাটাইল পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র। তার সময়ে অত্র পৌরসভায় দৃশ্যমান ব্যপক উন্নয়ন সম্পাদিত হয়েছে বলে তিনি দাবী করছেন। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ধানেরশীষ প্রতীকে দলীয় প্রার্থী না থাকায় এবার তিনি সতন্ত্র হিসাবে নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভোটারদের কাছে গিয়ে মঞ্জুর জন্য ভোট প্রার্থনা করছেন।এছাড়া মনোনয়নপত্র দাখিল করেছেন ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি, ঘাটাইল ইউনিয়নের সাবেক চারবারের চেয়ারম্যান এবং সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া। তিনি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে বর্ণাঢ্য মিছিল সহকারে মনোনয়ন পত্র জমা দেন।পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যার স্থায়ী সমাধান এবং উন্নয়ন প্রক্রিয়া যথাযথভাবে সম্পাদনের জন্যে তাঁকে আবারও মেয়র নির্বাচিত করার দাবী জানান রশিদ মিয়া। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সেবক হিসেবে আপনাদের পাশে থেকে ঘাটাইলকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। জনগণের নিকট একজন পরিক্ষিত সেবক উল্লেখ করে তিনি আবারও তাঁকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য সকলের নিকট দাবী রাখেন । ঘাটাইল পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এছাড়া ভোট গ্রহন হবে ২৮ নভেম্বর। ১১টি গ্রাম ও ৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৮ সালের ১২ই সেপ্টেম্বর পৌরসভাটির যাত্রা শুরু। এর আয়তন ১১.০২ বর্গ কিঃমিঃ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মোট ভোটার ৩৫ হাজার ২৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৫৯০ ও নারী ভোটার ১৫হাজার ৬৫৫ জন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে যুুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলর ঘাটাইলের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ নামের ৭ ম শ্রেণির এক স্কুল ছাত্রের …

Leave a Reply

Your email address will not be published.