ঘাটাইল প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক এস.এম.সাহেদ আহমেদের উদ্যোগে শতাধিক মটর সাইকেল নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে মটর সাইকেল শোডাউনটি বের হয়।পরে শোডাউনটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া- মহল্লার রাস্তা প্রদক্ষিণ করেন। শোডাউনের সাথে সাথে কাউন্সিলর পদপ্রার্থী এস.এম. সাহেদ আহমেদ ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর প্রবীণ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন। কাউন্সিলর পদপ্রার্থী এসএম সাহেদ আহমেদ জানান, আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে আপনাদের সবাইকে সাথে নিয়ে ঘাটাইল
পৌরসভার ৫নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ডে রপান্তর করবো ইনশাআল্লাহ । সকল প্রকার উন্নয়ন যেমনঃ- শিক্ষাখাত,স্বাস্থ্য সেবা, কৃষিখাত, রাস্তা ঘাট,বিদ্যুৎ, লাইটিং, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় সকল প্রতিষ্ঠান এর উন্নয়ন। এছাড়াও বাল্য বিবাহ, মাদক, বেকার সমস্যা সমাধান,চাঁদাবাজি, প্রতিরোধ করা হবে। সরকারের সকল সামাজিক সুবিধা যেমন, বিধবাভাতা, বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সহ সকল ভাতা ও সুযোগ সুবিধা প্রকৃত উপযুক্তদের বুঝিয়ে দিতে চাই। মানুষের অবিরাম ভলোবাসাই আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জনগন আমাকে ভালোবেসে তাদের মুল্যেবান ভোট দিয়ে আমাকে দিয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।