নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে দলটির নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ শে মার্চ) সকাল ৯ টায় ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একত্রিত হয়।পরে একটি মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা,সহ-সভাপতি মো:আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব রেল্লাল হোসেন,যুগ্ম সম্পাদক আনোয়ারুল অআজিম রানা,পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় প্রায় দুই হাজার বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।