ঘাটাইল লোকেরপাডা আলহাজ ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিমাঞ্চল লোকেরপাডা আলহাজ ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার একজন হিফজ সমাপ্তকারির সনদ এবং পুরস্কার বিতরণ উপলক্ষে বাষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রূয়ারি) মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার(অবঃ) অধ্যক্ষ মাওলানা মো, বখতিয়ার খান। এতে প্রধান অতিথি ছিলেন অবসর প্রাপ্ত সাব রেজিস্টার মো: হায়দার আলী খান।বিশেষ অতিথি ছিলেন লোকেরপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো, শহিদুল হক মিলন প্রমূখ। প্রধান ওয়াজিনে কেরাম ছিলেন শায়েক মো: আকবর বিন আবিদ রাজশাহী। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান রাখেন,শায়েখ মো, আমির হোসেন জামালপুর।আরো ওয়াজ করেন যাত্রাবাড়ি মাদরাসা হাফিজিয়া আরাবিয়ার মুদারির্স শায়েখ হাফেজ মাওলানা আহসান হাবিব ও লোকেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খ হাফেজ মো: খায়রুল ইসলাম। এছাড়া স্থানীয় উলামায়ে কেরামগন কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন। ইসলামী জলসায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলচাপড়া সবুজ সংগ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: মাজহারুল ইসলাম ও অত্র মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বারি তালুকদার।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলে যুুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলর ঘাটাইলের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ নামের ৭ ম শ্রেণির এক স্কুল ছাত্রের …

Leave a Reply

Your email address will not be published.