লোকাল নিউজ ডেস্ক: দেশব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ মোকাবেলায় টাঙ্গাইলের ভূঞাপুর চরাঞ্চলের কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ( (৯ মে) ) দুপুরে টাঙ্গাইল জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি ও সোহরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সোহরাব আলীর ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাকসহ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।