নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সাবেক মহিলা সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সমাজ সেবক আনোয়ারা হাবিব গত ২৭ মে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লা….রাজিউন) তিনি ১৯৯১ সালের ৭ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এম পি নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ মেয়ে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে জান। তার প্রথম জানাজা নামাজ ২৭ মে রাতে ঢাকা ধানমন্ডি ঈদগাহ মসজিদে, দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিরামদী ২৮ মে সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জানাজা সকাল ১০টায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ী বিরামদীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। জানাজায় অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, ভূঞাপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদলসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেয়।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক …