নিজস্ব প্রতিবেদক: শেষ সময়ে জমে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন। নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী হাওয়া বইছে ব্যবসায়ীদের মাঝে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকান ও বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান ও হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। প্রতীক পাওয়ার পর পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড় সহ পুরো বাজার।
গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, বণিক সমিতির নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করছেন। নির্বাচনে মোট ৯ টি পদের জন্য লড়াই করছেন ১৮ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৪৭০ জন।
বাজার বনিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন বলেন, আগামী ২৩ ডিসেম্বর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, কোষাধক্ষ্য পদে ২ জন ও সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১ হাজার ৪৭০ জন ভোটার প্রত্যেকে ৯ টি পদে ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রতীক পেয়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা। পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে ব্যবসায়ীদের মাঝে। চা স্টল, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে এখন চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। পোস্টারে ছেয়ে গেছে হোটেল, অলিগলি ও রেস্তোরাঁসহ পুরো বাজার।