নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২(ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল ভূঞাপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬৭ টি জাতীয় পতাকা বিতরণ করেছেন।রবিবার ভূঞাপুর উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় পতাকা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুর রাজ্জাক মিঞা, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন,মীর শাহীন হোসেন আরজু,সাবেক পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান প্রমুখ। খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন ‘জাতীয় পতাকা মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতীয় ঐক্যের প্রতীক।অনেক প্রতিষ্ঠানেই সঠিক মাপের জাতীয় পতাকা নেই।সঠিক ভাবে পতাকা উত্তোলন করা হয়না।আর এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যই জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।’
এটাও চেক করতে পারেন
বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপির অনশন
নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, …