জাতীয় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ঢাকা বিভাগীয চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদকঃ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনারও কুইজ প্রতিযোগিতায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ঢাকা বিভাগীয চ্যাম্পিয়ন হয়েছে। ৫ মার্চ সোমবার ঢাকার আজিমপুর স্কুল এন্ড কলেজে ঢাকা বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল জেলার ৩ সদস্য বিশিষ্ট ৩টি দল অংশ নেয় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়,বিন্দু বাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও বিন্দু বাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়। জেলা পর্যায়ে প্রথম স্থার অধিকার করে ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয়। ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারীরা হলো দশম শ্রেণির মঞ্জুরুল হাসান সিহাব, মোঃ আব্দুর রাজ্জাক, নবম শ্রেণির ইকরামুল হাসান নাবিল। বিভাগীয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগের সবক‘টি জেলার ৩ টি করে জেলা চ্যাম্পিয়ন দল এই প্রতিয়োগিতায় অংশ নেয়। ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিন এ কথা জানান।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে ৯০ বছর বয়সী নারীকে ধর্ষণ ২৬ বছর বয়সী মাদকাসক্ত যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছর বয়সী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে ২৬ বছর বয়সী …

Leave a Reply

Your email address will not be published.